৭০ হাজার
কক্সবাজারে বিজিবি'র অভিযানে ৭০ হাজার ইয়াবা জব্দ, আটক ১
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার দুপুর ১২টার দিকে শিলখালী অস্থায়ী চেকপোস্টের কাছে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ক্ষমতাসীন দলের এমপি-মন্ত্রীদের হাতে আলাদিনের বাতি আছে: রিজভী
টেকনাফ ব্যাটালিয়নের (বিজিবি-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, টেকনাফ-কক্সবাজার মহাসড়কের দমদমিয়া, হোয়াইক্যং, খুরেরমুখ ও শিলখালীতে চেকপোস্টে যানবাহন চেকিং জোরদার করেছে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২)।
অবৈধভাবে মাদক বহনের দায়ে প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
আটক রাসেল টেকনাফ উপজেলার দাইলপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে।
এর আগে একই ব্যাটালিয়নের আওতাধীন সাবরাং বিওপির একটি টহল দল শামসুলের ঘের এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
আরও পড়ুন: অবৈধ গ্যাস সংযোগ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
কিশোর তৌহিদের ক্ষতবিক্ষত লাশ, সুষ্ঠু তদন্তের নির্দেশ হাইকোর্টের
১১ মাস আগে