দৈনিক ফেনীর সময়
দৈনিক ফেনীর সময়ের সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আইনজীবী আনোয়ারুল করিম ফারুককে 'ডামি প্রার্থী' উল্লেখ করায় দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে মামলাটি দায়ের করা হয়।
পরে দৈনিক ফেনীর সময় পত্রিকার নিবন্ধন বাতিলের দাবিতে আদালত প্রাঙ্গণে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক সৈয়দ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আইনজীবী কামরুল হাসান। সভায় সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল করিম ফারুক ছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এম. শাহজাহান সাজু, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নাছির উদ্দিন বাহার, দিলীপ কুমার সাহা, আহসান কবির বেঙ্গল, রসিক শেখর ভৌমিক, গাজী তারেক আজিজ প্রমুখ।
আরও পড়ুন: সাইবার নিরাপত্তা আইনে মানহানির সর্বোচ্চ শাস্তি জরিমানা: আইনমন্ত্রী
‘মানহানিকর’ মন্তব্যের জন্য রিজভীর বিরুদ্ধে মামলা করবেন হিরো আলম
১ বছর আগে