প্রার্থিতা
নড়াইল-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন আ. লীগ নেতা লিটু
দীর্ঘ ২৪ দিন দৌড়ঝাঁপের পর হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফেরত পেলেন নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সৈয়দ ফয়জুল আমীর লিটু।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবির ও বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চ সৈয়দ ফয়জুল আমীর লিটুর মনোনয়ন গ্রহণ এবং প্রতীক বরাদ্দের আদেশ দেন।
গত ৪ ডিসেম্বর নড়াইলের রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন যাচাই-বাছাইকালে এক শতাংশ ভোটারের সইসহ কয়েকটি জটিলতায় লিটুর প্রার্থিতা বাতিল করেন।
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর অপর স্বতন্ত্র প্রার্থী মো. নূর ইসলাম প্রার্থিতা ফিরে পান।
নড়াইল-২ আসন থেকে মোট ৮ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নামেন।
আরও পড়ুন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নড়াইলে মাশরাফীসহ ৩ প্রার্থীকে জরিমানা
প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি মাশরাফী বিন মোর্ত্তজা, ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান, জাতীয় পার্টির ফায়েকুজ্জামান ফিরোজ, ইসলামী ঐক্যজোটের মাহাবুবুর রহমান, এনপিপির মনিরুল ইসলাম, গণফ্রন্টের মো. লতিফুর রহমান, স্বতন্ত্র মো. নূর ইসলাম ও সৈয়দ ফয়জুল আমীর লিটু।
প্রসঙ্গত, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু ২০১৪ সালে লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
২০২২ সালের ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে পরাজিত হন।
এ বিষয়ে ফয়জুল আমীরের প্রতিক্রিয়া জানতে তাকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী সৈয়দ ফয়জুল আমীর লিটুর প্রার্থিতা ফিরে পাওয়ার কথা স্বীকার করে বলেন, তাকে ট্রাক প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: খুলনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আকরাম হোসেনের গুলি করার হুমকি!
রাজশাহীতে নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৭ নেতা-কর্মী আহত
১০ মাস আগে
ঢাকা-১৭ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার জিএম কাদেরের
ঢাকা ১৭ আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের।
রবিবার (১৭ ডিসেম্বর) বিকালে জাপার দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান তার পক্ষে মনোনয়নপত্র প্রত্যাহারের চিঠি ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন।
জিএম কাদের রংপুর-৩ আসনেও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী।
আগামী ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত (ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত) নির্বাচনী প্রচার চালানো যেতে পারে।
আরও পড়ুন: জিএম কাদেরকে ‘হত্যার হুমকি’, নির্বাচনে অংশ না নেওয়ার নির্দেশ!
দ্বাদশ জাতীয় নির্বাচন: ২৮৯ আসনে প্রার্থী তালিকা প্রকাশ জাপার
অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ইসি তার কথা রাখবে: জাপা
১১ মাস আগে
রাঙ্গামাটি আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন সতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে রাঙ্গামাটি আসনে (আসন নং-২৯৯) প্রার্থিতা প্রত্যাহার করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খানের কাছে লিখিতভাবে তিনি সতন্ত্র প্রার্থী হিসেবে দাখির করা তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এ সময় রাঙ্গামাটি জেএসএস সভাপতি গঙ্গা মানিক চাকমাসহ সংগঠনটির অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আ. লীগ প্রার্থী শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল খারিজ
ঊষাতন তালুকদার সাংবাদিকদের বলেন, ‘দেশের সার্বিক চলমান পরিস্থিতি এবং পার্বত্য এলাকায় আমাদের বাস্তব অবস্থা ও সার্বিক দিক বিবেচনা করে সংগঠনের সিদ্ধান্তক্রমে আমি আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি।’
উক্ত আসনে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন এবং সকলে বৈধ বলে বিবেচিত হয়। তার প্রার্থিতা প্রত্যাহারে রাঙ্গামাটির নির্বাচনে জনপ্রিয়তার দিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর জয়ের সম্ভাবনা বেড়ে যাবে বলে মনে করছেন এলাকার ভোটাররা।
রাঙ্গামাটি আসনে অন্যান্য প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদার, জাতীয় পার্টির হারুনুর রশীদ মাতব্বর, তৃণমূল বিএনপির মো. মিজানুর রহমান ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের অমর কুমার দে।
আরও পড়ুন: মাহি বি, হিরো আলমসহ ৫৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন
ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আজাদের প্রার্থিতা বাতিলের দাবি
১১ মাস আগে
আ. লীগ প্রার্থী শাম্মী আহমেদের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল খারিজ
বরিশাল-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদের রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে তার আপিল শুক্রবার (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) খারিজ করে দেওয়ায় আসন্ন নির্বাচনের দৌড়ে ছিটকে পড়েছেন তিনি।
তবে শাম্মী আহমেদের আরেকটি আবেদন কমিশন খারিজ করে দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজধানীর নির্বাচন ভবনে শুনানি শেষে শাম্মী আহমেদের করা দু’টি আবেদন খারিজ করে দেয় ইসি।
আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দু’টি পিটিশন দাখিল করেন। একটি তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে এবং অন্যটি পঙ্কজ দেবনাথের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে।
আরও পড়ুন: ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন: এখন পর্যন্ত প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৫৫ জন
শাম্মী তার পিটিশনে অভিযোগ করেছেন, পঙ্কজ দেবনাথ তার মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় তথ্য গোপন করেছেন।
এর আগে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে শাম্মীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
১০ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থীদের করা আপিল শুনানি ও নিষ্পত্তি শুরু করে ইসি।
আরও পড়ুন: মাহি বি, হিরো আলমসহ ৫৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন
ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আজাদের প্রার্থিতা বাতিলের দাবি
১১ মাস আগে