৫ ডাকাত আটক
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত আটক
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে চান্দিনার তীরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: লালমনিরহাটে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ১৩
আটক হওয়া পাঁচ ডাকাত হলো- কুমিল্লা তিতাস উপজেলার হযরত আলী ও মোহাম্মদ হাসাস, চান্দিনা উপজেলার রুহুল আমিন ও মোহাম্মদ কাউছার এবং ব্রাহ্মণপাড়া উপজেলার মোহাম্মদ জহির।
শুক্রবার দুপুরে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার আবদুল মান্নান এ তথ্য জানান।
তিনি জানান, মহাসড়কে যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে একটি দল অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। এছাড়া ডাকাত দলের বেশ কয়েকজন এসময় পালিয়ে যেতে সক্ষম হয়।
তিনি আরও জানান, এদের কাছ থেকে সাত ধরনের বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতিসহ মামলা রয়েছে। ডাকাতরা মহাসড়কের নির্জন স্থানে চলন্ত যানবাহনে ধারালো রড ছুড়ে চাকা বিকল করত। এতে যানবাহন থেমে গেলে তাতে ডাকাতি করত।
আরও পড়ুন: কক্সবাজারে বিজিবি'র অভিযানে ৭০ হাজার ইয়াবা জব্দ, আটক ১
৬ দিন পর খালাস হলো বেনাপোল বন্দরে আটকে থাকা টিসিবির পেঁয়াজ
১১ মাস আগে