চার মাস
চার মাস আগে চুরি হওয়া ২ লাশের কঙ্কাল উদ্ধার
ফরিদপুরের সালথায় ফসলি জমি থেকে বস্তাবন্দি অবস্থায় দুইটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ ডিসেম্বর) উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের একটি ফসলি জমি থেকে চার মাস আগে চুরি হওয়া লাশ দুইটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বিশ্বনাথে করবস্থান থেকে নিখোঁজ ব্যক্তির কঙ্কাল উদ্ধার
উদ্ধার হওয়া লাশ দুটির মধ্যে একজন হলো গোয়ালপাড়া গ্রামের কালা মোল্যার স্ত্রী হাবিবা বেগম। অপরজন একই গ্রামের ইদ্রিস শেখ। প্রায় চার মাস আগে তারা মারা যান। তাদের লাশ গোয়ালপাড়া কবরস্থানে দাফন করা হয়েছিল।
জানা যায়, হাবিবা ও ইদ্রিস তিন-চার মাস আগে মারা যান। পরে তাদের গোয়ালপাড়া কবরস্থানে সমাহিত করা হয়। অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা লাশ দুটি সবার অগোচরে কবরস্থান থেকে চুরি করে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে কবর স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি জমিতে ফেলে রেখে যায়। সকালে বস্তা ভর্তি লাশ কুকুরে টানাটানি করার সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।
আটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল হাসান খান সোহাগ জানান, লাশের কঙ্কাল দুইটি শনাক্ত করেছেন তাদের পরিবার।
সালথা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ দুইটি উদ্ধার করে। পরে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের ধারণা কঙ্কাল চোরেরা কবর থেকে লাশগুলো উঠিয়ে ফেলে রেখে গেছেন। কারণ এর আগেও ওই কবরস্থান থেকে দুইটি লাশের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
তিনি বলেন, কঙ্কাল চোরেরা কবর খুঁড়ে অনেক আগে কেমিক্যাল দিয়ে লাশগুলো রেখে দিয়ে ছিল। এই কারণে লাশগুলো পচেনি। পরে কবর থেকে লাশগুলো উঠিয়ে নিয়ে যাওয়ার সময় হয়তো ভয়ে ফেলে রেখে গেছে।
আরও পড়ুন: রাজশাহীতে নিখোঁজের ছয় মাস পর নারীর কঙ্কাল উদ্ধার
নদী থেকে বস্তা ভর্তি মানুষের কঙ্কাল উদ্ধার
১১ মাস আগে