শহীদদ
বিজয় দিবসে শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন
৫৩তম বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।
রবিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দলীয় নেতা-কর্মীদের নিয়ে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
আরও পড়ুন: আইসিএমএবি খুলনা ব্রাঞ্চে ‘ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং ডে’ উদযাপন
সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. মঈন বলেন, স্বাধীন বাংলাদেশ, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির জন্য তৎকালীন পূর্ব পাকিস্তানের লাখ লাখ মানুষ রক্ত ঝরিয়েছেন এবং জীবন উৎসর্গ করেছেন।
কিন্তু আওয়ামী লীগ এদেশের কোটি কোটি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অকালে গণতন্ত্রকে হত্যা করেছে। তারা চরম দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন।
ড. মঈন আরও বলেন, স্বাধীনতার ৫২ বছর পর বাংলাদেশের ১৮ কোটি মানুষের আওয়ামী লীগকে জিজ্ঞেস করতে হবে- কেন তারা মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংস করে বাংলাদেশে ‘একদলীয় স্বৈরাচারী' সরকার প্রতিষ্ঠা করেছে।
পরে তারা রাজধানীর শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিএনপি নেতারা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ড. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবু, তাইফুল ইসলাম টিপু, রফিক শিকদার, নিপুণ রায় প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করার কথা রয়েছে।
সমাবেশে অংশ নিতে বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন শত শত নেতা-কর্মী।
দিবসটি উপলক্ষে সারাদেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে।
এর আগে সকালে বিজয় দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন তারা।
মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে জাতি বিজয় দিবস উদযাপন করছে।
আরও পড়ুন: বিজয় দিবস উদযাপনে ঢাকায় ৩০ ভারতীয় ওয়ার ভেটারেন
বাংলাদেশের জোন্টা ক্লাবে জাতিসংঘ দিবস উদযাপন
১১ মাস আগে