সাধারণ ডায়েরি
জিএম কাদেরকে ‘হত্যার হুমকি’, নির্বাচনে অংশ না নেওয়ার নির্দেশ!
হত্যার হুমকি সম্বলিত বার্তা পাওয়ার অভিযোগে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শুক্রবার (১৬ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান নিশ্চিত করেছেন, বৃহস্পতিবার রাতে ওই থানায় জাপা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী আব্দুল হান্নান বাদী হয়ে কাদেরের পক্ষে জিডি করেন।
জিডি অনুসারে, জিএম কাদের বৃহস্পতিবার ভোরে একজন অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে একটি হোয়াটসঅ্যাপ বার্তা পান। যাতে ওই ব্যক্তি তাকে এবং তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়েও স্পষ্টতই সতর্ক করেছেন ওই ব্যক্তি।
ওসি বলেন, আমরা বিষয়টি তদন্ত করছি।
আরও পড়ুন: জিএম কাদেরের সঙ্গে নির্বাচনী জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের
বিশ্বকাপের হতাশা ভুলে টাইগাররা ঘুরে দাঁড়াতে শুরু করেছে: জি এম কাদের
দ্বাদশ জাতীয় নির্বাচন: ২৮৯ আসনে প্রার্থী তালিকা প্রকাশ জাপার
১ বছর আগে