প্রকৌশল
বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনে বিজয় দিবস উদযাপিত
মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) প্রধান কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শনিবার সকাল ৯টায় বিএসইসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান, পরিচালক অর্থ ও অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, পরিচালক বাণিজ্যিক ও যুগ্মসচিব মো. হায়দার জাহান ফারাস, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও যুগ্মসচিব বদরুন নাহার এবং কর্মকর্তা ও কর্মচারী বিএসইসি প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু ম্যুরালে’ পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।
আরও পড়ুন: শহীদদের শ্রদ্ধা জানিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে বিজয় দিবস
এরপর বিএসইসির চেয়ারম্যান ও স্টাফদের সঙ্গে বিএসইসিতে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ পরিদর্শন করেন।
দুপুরে বিএসইসির কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে বিএসইসির সভাকক্ষে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠান উদ্বোধনের শুরুতে চেয়ারম্যান শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, খেলা-ধুলার পাশাপাশি সত্যিকারের মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা রক্ষা করতে হবে।
এরপর শিশু-কিশোরদের গান, কবিতা, ছাড়া পরিবেশন বিএসইসির সভাকক্ষে এক আনন্দঘন মুহূর্তের অবতারণা করে।
আঁকিয়েদের চিত্রাংকন দেখার পর প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিরতণ করা হয়।
এরপর বিএসইসি মসজিদে বাদ যোহর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এই বাংলাদেশ এই অবস্থায় ছিল না; বড় আশ্চর্যের বিষয় উন্নয়ন অবহেলিত, আর্থিক সঙ্গতিহীন একটি দেশ শুধু ঐক্যের শক্তিতে কৃষক, ছাত্র, যুবক মুক্তিযুদ্ধের মাধ্যমে ছিনিয়ে আনে আমাদের বিজয়।
১ বছর আগে