ডাঙ্কি
একইদিনে বাংলাদেশের হলেও ‘ডাঙ্কি’?
চলতি বছর শাহরুখ খানের আরও একটি সিনেমা মুক্তি পাচ্ছে। সেটি এরইমধ্যে সবার জানা। ‘ডাঙ্কি’ দিয়ে প্রথমবার রাজকুমার হিরানির পরিচালনায় দেখা যাবে শাহরুখকে। আর সিনেমাটি রবিবার (১৭ ডিসেম্বর) সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে গেল। এখন শুধু অপেক্ষা ২২ ডিসেম্বরের।
পুরো বিশ্বের সঙ্গে একইদিনে বাংলাদেশের দর্শক দেখবে ‘ডাঙ্কি’। এমনটাই আভাস দিলেন ‘পাঠান’, ‘জাওয়ান, ‘অ্যানিমেল’ আমাদানি করা প্রতিষ্ঠানের অনন্য মামুন। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এমনটা জানান তিনি।
২ ঘণ্টা ৪১ মিনিটের সিনেমা ‘ডাঙ্কি’র ট্রেলার ইতোমধ্যে সাড়া ফেলেছে। শাহরুখের অন্য সিনেমার চেয়ে ‘ডাঙ্কি’ নিয়ে আগ্রহের মূল কারণ পরিচালক রাজকুমার হিরানি। বলিউডের এই মাস্টারপিস ডিরেক্টরের ছোঁয়ায় নতুন এক শাহরুখকে দেখা যাবে বলে বিশ্বাস ভক্তদের।
এই সিনেমায় আরও অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি।
আরও পড়ুন: পাঠান মুভি রিভিউ: বলিউড কিং শাহরুখ খানের অভিজাত প্রত্যাবর্তন
সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরলেন শাহরুখ খান!
১১ মাস আগে