মহাজোট
মহাজোট প্রার্থীর পক্ষেই অবস্থান সাতক্ষীরা জেলা আ. লীগের
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেছেন, যেখানে নৌকার প্রার্থী রয়েছে সেখানেই নৌকার পক্ষে এবং যেখানে নৌকার প্রার্থী নেই সেখানে মহাজোটের প্রার্থীর পক্ষেই আমাদের অবস্থান থাকবে প্রকাশ্যে।
তিনি বলেন, মহাজোটের প্রার্থী মানেই তো আমাদের প্রার্থী, তাই সেটা নৌকা হোক আর লাঙ্গল হোক।
তিনি আরও বলেন, সাতক্ষীরা-২ (সদর) আসনে নৌকার পরিবর্তে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বিধায় লাঙ্গলের পক্ষেই আমাদের অবস্থান থাকবে।
আরও পড়ুন: বিজয় দিবস হ্যান্ডবল: বাংলাদেশ আনসার ও ভিডিপি দল বিজয়ী
প্রসঙ্গত. সাতক্ষীরার চারটি নির্বাচনী আসনের মধ্যে-
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া),
সাতক্ষীরা-৩ (দেবহাটা, আশাশুনি, কালিগঞ্জের একাংশ) ও
সাতক্ষীরা-৪ (শ্যামনগর, কালিগঞ্জের একাংশ) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী রয়েছে অর্থাৎ নৌকার প্রার্থী রয়েছে।
কিন্তু সাতক্ষীরা-২ (সদর) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. আসাদুজ্জামান বাবুকে সরিয়ে সেখানে মহাজোটের জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামান আশুকে মনোনয়ন দেওয়া হয়েছে। তার প্রতীক লাঙ্গল।
আরও পড়ুন: আবারও হিলি দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
১১৩ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
১১ মাস আগে