কিংস
আইপিএল-২০২৪: মুস্তাফিজকে দলে ভেড়াল চেন্নাই সুপার কিংস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের জন্য চেন্নাই সুপার কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান।
নিলামে মুস্তাফিজকে দুই কোটি রুপির বেস প্রাইসে কেনা হয়। এর আগে আইপিএলে চারটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা মুস্তাফিজ টুর্নামেন্টে পরিচিত মুখ।
আরও পড়ুন: অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ: আশিকুরের অসাধারণ সেঞ্চুরিতে প্রথমবারের মতো শিরোপা জিতল বাংলাদেশ
এবারের নিলামে অংশ নিয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন আসরে মুস্তাফিজই একমাত্র বাংলাদেশি প্রতিনিধি। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিলামের আগে বাকিদের নাম প্রত্যাহার করে নিয়েছে।
ঠিক যে মুহূর্তে মুস্তাফিজ আইপিএলে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে ব্যস্ত বাংলাদেশ জাতীয় দল। স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে চ্যালেঞ্জিং সফরে অংশ নিচ্ছে দলটি।
আরও পড়ুন: বিজয় দিবস হ্যান্ডবল: বাংলাদেশ আনসার ও ভিডিপি দল বিজয়ী
এর আগে চারটি ভিন্ন দলের হয়ে আইপিএলের ৪৮ ম্যাচে ৪৮ উইকেট নেওযার অভিজ্ঞতা রযেছে এই বাঁহাতি পেসারের।
চেন্নাই সুপার কিংসে তার অন্তর্ভুক্তি দলের পেস আক্রমণে একটি উত্তেজনাপূর্ণ মাত্রা যোগ করে।
চেন্নাই পাঁচটি আইপিএল শিরোপা জিতেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যৌথভাবে সর্বাধিক সংখ্যক শিরোপা জিতেছে।
আরও পড়ুন: নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
১ বছর আগে