জবি শিক্ষক সমিতি নির্বাচন
জবি শিক্ষক সমিতি নির্বাচন: সভাপতি ড. জাকির, সম্পাদক ড. মাসরিক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির সভাপতি পদে ২৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন।
সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মাসরিক হাসান ২৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ঢাবি ছাত্রলীগের হামলায় ছাত্র ইউনিয়নের ৪ নেতা-কর্মী আহত
ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. সগীর হোসেন খন্দকার ফলাফল ঘোষণা করেন।
এছাড়া সহ-সভাপতি পদে ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মমিন উদ্দিন, কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিরাজ হোসেন এবং যুগ্ম সম্পাদক পদে সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. মহসিন রেজা নির্বাচিত হয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন- অধ্যাপক ড. এ.কে.এম. লুৎফর রহমান, অধ্যাপক ড. মো. আবুল হোসেন, ড. এ এম গোলাম আদম, অধ্যাপক ড. ফারহানা জামান, সহযোগী অধ্যাপক শামীমা আক্তার, সহযোগী অধ্যাপক মো. আশরাফুল ইসলাম, অধ্যাপক ড. আইনুল ইসলাম, অধ্যাপক ড. শামসুন নাহার, প্রফেসর ড. মো. আব্দুল্লাহ মাহফুজ ও প্রফেসর ডা. মো. আনোয়ার হোসেন।
আরও পড়ুন: ডিপিএস এসটিএস মেরিট স্কলারশিপ টেস্টের নিবন্ধন উন্মুক্ত, টিউশন ফি’র ১০০ শতাংশ বৃত্তি পাওয়ার সুযোগ
১ বছর আগে