সম্ভাব্য দুর্ঘটনা
দিনাজপুরে রেললাইনে স্লিপার রেখে আগুন, এড়ানো গেছে সম্ভাব্য দুর্ঘটনা
দিনাজপুরের বিরামপুরে রেললাইনে স্লিপার রেখে আগুন দেয় দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে ওই ঘটনা টের পেয়ে আগুন নেভানোসহ স্লিপার অপসারণ করেছেন সংশ্লিষ্টরা। এতে এড়ানো গেছে সম্ভাব্য দুর্ঘটনাসহ জানমালের ক্ষয়ক্ষতি।
বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিয়া রঞ্জন বলেন, বিরামপুরের পৌর শহরের মধ্যে ২ নম্বর লিচু বাগান এলাকায় রেললাইনের উপর স্লিপার রেখে কচুরিপানা দিয়ে ঢেকে তাতে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৮ থেকে ৯ টার মধ্যে ওই ঘটনা ঘটানো হয়েছে।
বিরামপুর থানা জানিয়েছে, আগুন দেখে আনসার সদস্যরা সীমান্ত এক্সপ্রেস ট্রেনকে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিরাপদ দূরত্বে থামাতে সক্ষম হন। ক্ষয়ক্ষতির কোনো ঘটনা ঘটেনি, ব্যাহত হয়নি ট্রেন চলাচল।
জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: কুড়িগ্রাম-রংপুর রেললাইন থেকে বোল্ট চুরি
বিএনপির হরতাল-অবরোধে রেলে আক্রমণ বেড়েছে: রেলমন্ত্রী
১ বছর আগে