৮ কেজি স্বর্ণ জব্দ
ঢাকা বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণ জব্দ, নারী গ্রেপ্তার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের ৮ কেজি ২১৭ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। এ সময় এক নারীকে গ্রেপ্তারের দাবি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করেন কাস্টমস কর্মকর্তারা।
গ্রেপ্তার নারীর নাম রেখা পারভীন।
আরও পড়ুন: বেনাপোল সীমান্তে ২০টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১: বিজিবি
বুধবার (২০ ডিসেম্বর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক ফারহানা বেগম জানান, রেখা দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ১১টার দিকে ঢাকায় অবতরণ করেন।
বিমানবন্দরের গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় রেখাকে থামতে বলেন কাস্টমস কর্মকর্তাদের একটি দল।
পরে তার হাতব্যাগ তল্লাশি করে ৬৯টি স্বর্ণের বার, একটি স্বর্ণের চেইন ও ৬টি সোনার চুড়ি জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: কক্সবাজারে লবণবোঝাই ট্রাকে ১৮ কেজি ক্রিস্টাল মেথ জব্দ, আটক ২
১ বছর আগে