সবজিবোঝাই
মাগুরায় সবজিবোঝাই ট্রাকের ধাক্কায় ২ জন নিহত
মাগুরায় সবজিবোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যান আরোহী ২ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মাগুরা-ঝিনাইদহ সড়কের হাটগোপালপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার হাট গোপালপুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে নাজমুল (৩৫) এবং একই উপজেলার ফুরসন্দি গ্রামের আবদুল শেখের ছেলে নিপুল (২৮)।
নিহতদের স্বজনরা জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে একটি ভ্যানে হাটগোপালপুর বাজার থেকে স্থানীয় তেল পাম্পে যাচ্ছিলেন তারা। এ সময় মাগুরামুখী সবজিবোঝাই ট্রাকটি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যান আরোহী নাজমুল এবং ভ্যান চালক নিপুল গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়য়ে থানায় মামলা হয়েছে।
১ বছর আগে