সমর্থককে মারধর
রাজশাহীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগ, আ’লীগের ৩ নেতা গ্রেপ্তার
রাজশাহী-৫ আসনের দুর্গাপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর পোস্টার টাঙ্গাতে বাধা দেওয়া ও সমর্থককে মারধরের অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে এই ঘটনায় হওয়া মামলায় আওয়ামী লীগ নেতাসহ তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: ২৫০ টাকার বিনিময়ে ট্রাকে আগুন, কোরবান গ্রেপ্তার
গ্রেপ্তারেরা হলেন- উপজেলার মাড়িয়া গ্রামের জহুরুল মৃধার ছেলে আওয়ামী লীগ নেতা ও উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন লায়ন (৩৪) ও তার ভাই মো. জয় (২১) এবং আব্দুল মান্নানের ছেলে মাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল।
মামলার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মাড়িয়া গ্রামের সাইফুলের মোড় নামক স্থানে দ্বাদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের (ঈগল) পোস্টার টাঙ্গাতে যান তার সমর্থক আব্দুর রাজ্জাক। এ সময় তাকে বাধা দেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার সমর্থক সাখাওয়াত মৃধা লায়ন। নির্দেশ না মেনে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার টাঙ্গানোর প্রস্তুতি নিলে সাখাওয়াত হোসেন লায়ন ও তার ভাই মো. জয়সহ কয়েকজন আব্দুর রাজ্জাককে মারপিট করেন। পরে স্থানীয় লোকজন আহত আব্দুর রাজ্জাককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গ্রামবাসী দুর্গাপুর থানায় বিষয়টি অবগত করলে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
আরও পড়ুন: ঢাকা বিমানবন্দরে ৮ কেজি স্বর্ণ জব্দ, নারী গ্রেপ্তার
মারপিটের ঘটনায় ঈগল প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী ওবায়দুর রহমানের পক্ষে দুর্গাপুর পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করে।
পরে রাতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতাসহ নৌকার তিন সমর্থককে গ্রেপ্তার করে দুর্গাপুর থানা পুলিশ।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, নির্বাচনী পোস্টার টাঙ্গানো নিয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের সঙ্গে নৌকা প্রার্থীর সমর্থকদের মারামারির থানায় মামলা হলে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজনৈতিক সহিংসতার অভিযোগে ৮ জন গ্রেপ্তার: র্যাব
১১ মাস আগে