বালুর স্তুপ
সিরাজগঞ্জের বালুর স্তুপে চাপা পড়ে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বালুর স্তুপের নিচে চাপা পড়ে আব্দুর রহমান (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের রাঘববাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু আব্দুর রহমান রাঘববাড়িয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: লালমনিরহাটের কালীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে ফুলজোড় নদীর তীরে স্তুপ করে রাখা বালুর পাশে তিন শিশু খেলা করছিল। হঠাৎ বালুর স্তুপ ধসে পড়লে তারা বালুর নিচে চাপা পড়ে। এসময় শিশু মাসুদ রানা ও আব্দুল্লাহ বের হতে পারলেও আব্দুর রহমান বালুর নিচে চাপা পড়ে। বেঁচে যাওয়া দুই শিশুর কান্নাকাটিতে এলাকাবাসী এগিয়ে এসে কোদাল দিয়ে বালু সড়িয়ে প্রায় এক ঘণ্টা পর শিশু আব্দুর রহমানের লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে আগুনে দগ্ধ হয়ে ৬ বছরের শিশুর মৃত্যু
মণিরামপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
১১ মাস আগে