ঢাকা-রোম
সম্পর্কের ‘নতুন অধ্যায়’ শুরু করতে প্রধান উপদেষ্টাকে ইতালির প্রধানমন্ত্রীর আহ্বান
ঢাকা-রোম সম্পর্কের একটি ‘নতুন অধ্যায়’ শুরুর আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি বলেন, ইতালীয়রা বাংলাদেশের বন্ধু।
মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের সাইড লাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে ইতালির প্রধানমন্ত্রী বলেন, 'আসুন আমরা আমাদের সম্পর্কের নতুন একটি অধ্যায় শুরুর চেষ্টা করি।’
অধ্যাপক ইউনূস শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের একটি সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরে বলেন, এটি বাংলাদেশের সমগ্র জাতির জন্য 'রিসেট বোতাম' চেপে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে।
আরও পড়ুন: প্রাতিষ্ঠানিক সংস্কারে বাংলাদেশকে সহযোগিতা করবে কানাডা: ড. ইউনূসকে জাস্টিন ট্রুডো
ইতালি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্কারের পদক্ষেপে সমর্থন করবে বলে জানান জর্জিয়া মেলোনি।
তিনি আরও বলেন, ‘অবশ্যই আপনি আমাদের ওপর নির্ভর করতে পারেন।’
ইতালিতে বাংলাদেশ থেকে অভিবাসনকে আনুষ্ঠানিক করার ও বৈধ চ্যানেলে আরও বেশি বাংলাদেশি শ্রমিকের প্রবেশের পথ প্রশস্ত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এতে ঝুঁকিপূর্ণ অবৈধ অভিবাসন কমবে বলে মন্তব্য করেন তিনি।
মেলোনি একমত পোষণ করে বলেন, অনিয়মিত অভিবাসন বন্ধ করতে এবং ইতালিতে কাজের সুযোগ তৈরিতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে উভয় দেশের একসঙ্গে কাজ করা উচিত।
বৈঠকে আরও ছিলেন, জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান, জ্যেষ্ঠ সচিব লামিয়া মোর্শেদ ও প্রটোকল প্রধান খন্দকার মাসুদুল আলম।
আরও পড়ুন: বাংলাদেশের নতুন যাত্রা সফল করতে বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা প্রধান উপদেষ্টার
২ মাস আগে
মার্চ থেকে ঢাকা-রোম রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান
২০২৪ সালের মার্চ মাস থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইতালির রোমে ফ্লাইট চালু করা হবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিমানের ট্রেনিং সেন্টারে এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত ‘এটিজেএফবি ডায়ালগ’ অনুষ্ঠানে এসব কথা বলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অতিরিক্ত সচিব শফিউল আজিম।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘রোমে বিমানের ফ্লাইট ২০০৯ এর পর বন্ধ করেছিলাম। এখন আবার চালু করা হবে। এজন্য জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগ করা আছে, গ্রাউন্ড হেন্ডেলিং ফাইনাল করা আছে।’
আরও পড়ুন: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানাল বিমান বাংলাদেশ
তিনি আরও বলেন, ‘আমরা রোমে সরসরি অথবা কোনো দেশকে ভায়া করতে পারি। আমরা এটি নিয়ে স্টাডি করছি। যদি সরাসরি ফ্লাইট যায় রোমে তাহলে ৯/১০ ঘণ্টা লাগবে।’
যদি ট্রানজিশন বা বিরতি নেওয়া হয় তাহলে কোন দেশে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘কুয়েত অথবা দুবাই (সংযুক্ত আরব আমিরাত) হতে পারে। তবে এসব বিষয়ে কোনো কিছুই ফাইনাল না।’
এটিজেএফবি ডায়ালগ সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি ও বাসসের বিশেষ প্রতিনিধি মো. তানজিম আনোয়ার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি জিয়াউল হক সবুজ।
এ ডায়ালগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও এটিজেএফবি সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঢাকা-চেন্নাই রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট উদ্বোধন
‘বিশেষ প্রণোদনা’ দিয়ে বিমানের সবার ৫ শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত
১ বছর আগে