স্ত্রী মারা গেছেন
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের স্ত্রী মারা গেছেন
বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের স্ত্রী লায়লা শামীম মারা গেছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ৩টা ২৪ মিনিটে ভারতের চেন্নাইয়ের রেলা ইনস্টিটিউট অ্যান্ড মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাহিদ ফারুক শামীম তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুকালে তিনি এক সন্তান ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত ভারতে চিকিৎসাধীন ছিলেন।
লায়লা শামীমের মৃত্যুতে শোক জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: কুমিল্লা সিটি মেয়রের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন
১ বছর আগে