মাসুদ জামিল খান
মাসুদ জামিল খান আয়ারল্যান্ডের অনারারি কনসাল নিযুক্ত
কসমস গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাসুদ জামিল খানকে আনুষ্ঠানিকভাবে ঢাকায় আয়ারল্যান্ডের অনারারি কনসাল ঘোষণা করা হয়েছে।
আয়ারল্যান্ড সরকার গত সপ্তাহে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জন্য মাসুদকে দেশটির অনারারি কনসাল হিসেবে নিয়োগ দিয়েছে।
মাসুদ দেশের বৃহত্তম বেসরকারি সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) এবং একটি স্বাধীন সংবাদভিত্তিক সাময়িকী ঢাকা কুরিয়ার-এর একজন পরিচালকও।
মাসুদ ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার সোদের স্কুল অব বিজনেস থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং হার্ভার্ড বিজনেস স্কুলে ফিন্যান্স নিয়ে পড়াশোনা করেন।
আরও পড়ুন: গ্যালারি অন হুইলস: ইউনেস্কোর ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় রিকশা পেইন্টারদের কসমস ফাউন্ডেশনের সংবর্ধনা
তিনি একজন প্রকৃতিপ্রেমিক, পরিবেশবাদী ও ওয়াইল্ডটিমের সদস্য।
এছাড়াও, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের প্রাক্তন ছাত্র এবং ভ্যাঙ্কুভার বোর্ড অব ট্রেডের সদস্য।
খান অনেক আন্তর্জাতিক অর্থনৈতিক ও মিডিয়া সম্পর্কিত ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
ঢাকার আমেরিকান স্কুলে তিনি ২০০১ সালে এআইএসডি ট্রায়াথলন চ্যাম্পিয়নশিপ এবং ব্রজেন দাস সাঁতার প্রতিযোগিতা পুরস্কার অর্জন করেন।
খান শহীদ ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদের (বি ইউ) নাতি।
আরও পড়ুন: মঙ্গলবার মুক্তিযুদ্ধবিষয়ক প্রদর্শনীর আয়োজন করছে গ্যালারি কসমস
একুশে পদক ২০২৩ বিজয়ী কনক চাঁপাকে গ্যালারি কসমসের সংবর্ধনা
১ বছর আগে