গাছচাপা
ঘূর্ণিঝড় রিমাল: বাগেরহাটে গাছচাপায় নারীর মৃত্যু
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বাগেরহাটের শরণখোলায় গাছের চাপায় ফজিলা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ মে) বিকালে শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের বিধানসাগর গ্রামের নিজ বাড়িতে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদিপ্ত সিংহ গাছের চাপায় ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদিপ্ত সিংহ বলেন, ঝড় চলাকালে ফজিলা বেগম রান্না ঘরে রান্নার কাজ করছিলেন। হঠাৎ করে একটি নারিকেল গাছ ভেঙ্গে ওই রান্না ঘরের উপর পড়ে। এসময় চাপা পড়ে সে ঘটনাস্থলে নিহত হয়। মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বিলম্বে ওই নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
খোন্তাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, ঝড়ে গাছ চাপায় ওই নারী নিহত হয়েছে। কিন্ত তার স্বামী অসুস্থ থাকায় স্থানীয় লোকজন বিলম্বে খবর জানতে পারে। রাতে স্থানীয় লোকজন নিয়ে ঘরের উপর থেকে গাছ সরিয়ে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার তার দাফন সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: ভারী বর্ষণে বাঘাইছড়িতে পাহাড়ি ঢল, ৩টি গ্রাম প্লাবিত
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
৫ মাস আগে
কসবায় গাছচাপায় নিহত ১
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে দুলাল মিয়া (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২০ ডিসেম্বর) বিকালে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের লবঘা গ্রামে এই ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দুপুরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
দুলাল মিয়া উপজেলার বায়েক ইউনিয়নের বেলতলা গ্রামের পশ্চিম পাড়ার আব্দুল গফুরের ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ জানান, দুলাল পেশায় গাছকাটা শ্রমিক ছিলেন। উপজেলার লবঘা গ্রামের শহীদ মাস্টার বাড়িতে কাঠ গাছ কাটতে যান তিনি। অসাবধানতায় কাটা গাছটি তার উপরে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই দুলাল মারা যান।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের পাঠায়।
আরও পড়ুন: ফরিদপুরে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় কিশোর নিহত
রৌমারীতে গাছচাপায় স্কুলছাত্রের মৃত্যু
কুড়িগ্রামে ঝড়ে গাছচাপায় নারীর মৃত্যু
১০ মাস আগে