প্যারালাইজড
ফেনীতে আগুনে পুড়ে প্যারালাইজড নারীর মৃত্যু
ফেনীতে আগুনে পুড়ে পক্ষাঘাতগ্রস্ত এক নারীর মৃত্যু হয়েছে। এতে আগুনে পুড়ে যায় তাদের সম্পূর্ণ বসত ঘর।
শুক্রবার ভোরে ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের নয়ানপুর গ্রামের দেওয়ান আলীর বাড়ির রমজান আলীর ঘরে এ দুঘটনা ঘটে। বাড়ির মালিক রমজান আলীর মা নিহত জাকিয়া খাতুন।
আরও পড়ুন: রাজশাহীতে লাশ দেখতে এসে প্রতিবেশী নারীর মৃত্যু!
এ সময় গৃহকর্ত্রী হোসনে আরা বেগম (৪০) ও মেয়ে পারভিন আক্তার (২২) দৌড়ে বের হয়ে প্রাণ রক্ষা করেছেন।
গৃহকর্ত্রী হোসনে আরা বেগম জানান, ভোরে ফজরের নামাজের জন্য উঠলে ঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার দিয়ে বাড়ির লোকদের ডাকতে থাকেন। মসজিদের মাইকে ঘোষণা দিলে লোকজন উপস্থিত হয়ে পুকুর থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। তিনি আর তার মেয়ে দৌড়ে বের হলেও জাকিয়া পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় তাকে বের করতে পারেননি।
স্থানীয় বাসিন্দা লোকমান জানান, ৯৯৯ কল দিলে ফায়ার সার্ভিস এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নোয়াখালীর সেনবাগ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ফেনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট যৌথভাবে আগুন নেভায়। আগুনে বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে পুড়ে বিছানায় প্রাণ হারান প্যারালাইজড জাকিয়া খাতুন।
আরও পড়ুন: নরসিংদীতে গোয়েন্দা পুলিশ হেফাজতে নারীর মৃত্যু
এলাকাবাসী জানান, রমজান আলী প্রবাসে থাকলেও খুব ভালো অবস্থায় নেই। তাকে এখনও মায়ের মৃত্যুর খবর জানানো হয়নি। জুমার নামাজের পর জাকিয়া খাতুনের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ফেনী ফায়ার স্টেশনের কর্মকর্তা উজ্জ্বল বডুয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম অগ্নিকাণ্ডে বৃদ্ধা নারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।
আরও পড়ুন: যশোরে লাঠির আঘাতে নারীর মৃত্যু, প্রেমিক আটক
১ বছর আগে