অসহযোগ
বিএনপি অসহযোগের নামে মানুষ হত্যা করছে: দীপু মনি
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি অসহযোগের নামে মানুষ হত্যা করছে। ট্রেনে, বাসে ও ট্রাকে আগুন দিচ্ছে। তবে আন্দোলন করলেও জনগণকে ছাড়া অসহযোগ আন্দোলন করা যায় না।
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে (চাঁদপুর-৩ আসনে) প্রচারণায় অংশ নিয়ে উঠান বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে: দীপু মনি
দীপু মনি বলেন, বিএনপির সঙ্গে লোকজন দেখা যায় না। হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটা ঘোষণা দিয়ে, চার/পাঁচজন নিয়ে রাস্তায় দৌড়া-দৌড়ি করে নাশকতা করেন।
তিনি আরও বলেন, অসহযোগ মানে নাশকতা নয়। যারা নাশকতা, সহিংসতা করে, যারা যুদ্ধাপরাধীর দোসর, তারা অসহযোগের মানেও বুঝে না। কারণ জনগণ তাদের সঙ্গে নেই।
গণসংযোগকালে দীপু মনির সঙ্গে সদর উপজেলা চেয়ারম্যান নাজিম দেওয়ান, জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জানুয়ারি মাসের ১ তারিখ বই উৎসব হবে: দীপু মনি
পর্যটন পরিকল্পনার বড় অংশ হচ্ছে চাঁদপুর আধুনিক নৌবন্দর: দীপু মনি
১১ মাস আগে