পলাশবাড়ি
পলাশবাড়িতে বাসে আগুন, দগ্ধ ৭
গাইবান্ধার পলাশবাড়িতে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের সাত যাত্রী দগ্ধ হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে নীলফামারী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দোয়েল পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। পলাশবাড়ির ড্রিমল্যান্ড এলাকায় বাসের ব্যাটারির শর্ট সার্কিটে আগুন জ্বলে ওঠে। আগুন দেখে নাশকতা মনে করে যাত্রীরা বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ৭ যাত্রী দগ্ধ হয়।
খবর পেয়ে পলাশবাড়ি ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার করে। কিন্তু এর মধ্যে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
এ ব্যাপারে পলাশবাড়ি ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন ম্যানেজার লোকমান হাকিম বলেন, এটা কোনো নাশকতা নয়। ব্যাটারির শর্ট সার্কিট থেকে আগুনের এই সূত্রপাত হয়। আমরা যাত্রীবাহী বাস থেকে যাত্রীদের নিরাপদে নামাতে সহযোগিতা ছাড়াও আগুন নিয়ন্ত্রণে আনি।
আরও পড়ুন: চট্টগ্রামে আগুনে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু
ফেনীতে আগুনে পুড়ে প্যারালাইজড নারীর মৃত্যু
১১ মাস আগে