মোতাহার খান
বিএমসিসিআইয়ের সভাপতি সাব্বির খান, মহাসচিব মোতাহার খান
খান অ্যান্ড দ্বীন ট্রেডার্সের প্রধান নির্বাহী সাব্বির এ খান এবং বেঙ্গল টেকনোলজিক্যাল কর্পোরেশন লিমিটেডের পরিচালক মো. মোতাহার হোসেন খান ২০২৪-২০২৫ এর জন্য যথাক্রমে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) সভাপতি ও মহাসচিব নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) ঢাকা শেরাটনে বিএমসিসিআইয়ের ২২তম বার্ষিক সাধারণ সভায় নির্বাচন কমিশন নতুন বোর্ডের নির্বাচনের ফলাফল প্রকাশ করেছে।
সাব্বির এ খান, একজন অভিজ্ঞ ব্যবসায়ী, যিনি ফার্মাসিউটিক্যালস, কেমিক্যাল, এফএমসিজি এবং ফুড ইন্ডাস্ট্রিজের সঙ্গে যুক্ত আছেন।
তিনি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিআইএএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিমেক্স ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার শহীদ বিএমসিসিআই সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
রবি আজিয়াটা লিমিটেডের চিফ ফিন্যান্সিয়াল অফিসার এম রিয়াজ রশিদ এবং কাসেম ফুড প্রোডাক্টস লিমিটেডের ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম নির্বাচিত হয়েছেন।
এলায়েন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত আহসান এবং উইংস্পিড প্রপেলারস লিমিটেডের পরিচালক সিফাত আহমেদ চৌধুরী জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং রেমেক্স কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার তাহা ট্রেজারার হিসেবে নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: শীতলক্ষ্যায় বিএমসিসিআই এর নৌ বিহার
নির্বাচিত বাকি পরিচালকেরা হলেন- এসএমএইচ নিউ জেনারেশন অ্যাপারেলস লিমিটেডের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ, আইপিপল লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ এ হাবিব, ইনফ্রা কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী শাহ মুজাক্কের আহমেদুল হক, পিএইচপি স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার পারভেজ চৌধুরী, গ্রিন ডেল্টা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াফি শফিক মেনহাজ খান, কেএন-হারবার কনসোর্টিয়াম লিমিটেডের পরিচালক সুমাইয়া নূর চৌধুরী, গ্রাসহপার কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এম মাহমুদুর রশীদ এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম জিয়াউল হক।
বিএমসিসিআইয়ের নব-নির্বাচিত প্রেসিডেন্ট সাব্বির এ খান তার বক্তৃতায় বলেন, ‘বিএমসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়ে আমি সম্মানিত এবং একইসাথে গভীর দায়বদ্ধতা অনুভব করছি। প্রতিষ্ঠার পর থেকে বিএমসিসিআইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ নতুন উচ্চতায় পৌঁছেছে। আমি এই সাফল্যের ধারাকে বেগবান করার জন্য সবার সহযোগীতা নিয়ে এগিয়ে যেতে চাই।’
তিনি বলেন, ‘আমি আমার পূর্বসূরি সৈয়দ আলমাস কবিরের প্রতি কৃতজ্ঞতা জানাই, গত দুই বছরে তার অবিচল নেতৃত্বে বিএমসিসিআই-এর সাফল্য ত্বরান্বিত হয়েছে।’
বর্তমান প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির তার মেয়াদ চলাকালীন বিপুল সমর্থনের জন্য বিএমসিসিআই পরিচালনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আমি আন্তরিক কৃতজ্ঞতার সাথে বিএমসিসিআইয়ের সম্মানিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই, যারা এই প্রগতিশীল ব্যবসায়ীক সংগঠনের নেতৃত্ব দেওয়ার জন্য আমার উপর তাদের আস্থা রেখেছেন। এই ব্যতিক্রমী পরিচালনা পর্ষদের কারণে, আমরা একসাথে গত দুই বছরে সফলভাবে বিভিন্ন মাইলফলক অর্জন করেছি।’
অনুষ্ঠানে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম উপস্থিত ছিলেন এবং বিএমসিসিআই মেম্বার ডিরেক্টরির মোড়ক উন্মোচন করেন।
তিনি নবনির্বাচিত বোর্ডকে অভিনন্দন জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এজিএমে বিএমসিসিআইয়ের বিদায়ী ও নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্য এবং বিএমসিসিআই সদস্য কোম্পানিগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কর আইন, বিদেশি বিনিয়োগ বিষয়ক ৫ম বিএমসিসিআই লিগালটক সেমিনার অনুষ্ঠিত
১০ মাস আগে