সাবেক পৌর কাউন্সিলর
বাগেরহাটে বাস চাপায় সাবেক পৌর কাউন্সিলর নিহত, আহত ১
বাগেরহাটে বাসচাপায় মোটরসাইকেল আরোহী সাবেক কাউন্সিলর নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলচালক। শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মনিরুজ্জামান মনি (৬৫) বাগেরহাট শহরের সরুই এলাকার মো. নুর মোহাম্মদ মল্লিকের ছেলে এবং বাগেরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপির পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক।
আরও পড়ুন: মাদারীপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বাগেরহাট কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাটের আল আরাফা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রাবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে মনি নিহত হন এবং মোটরসাইকেলচালক আহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পৌঁছে একজনের লাশ দেখতে পাই। লাশটি সুরতহালের জন্য ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করলেও তার চালক ও সহকারী পালিয়ে গেছে। ভাড়ার মোটরসাইকেল যোগে মনি বাগেরহাট থেকে খুলনায় যাচ্ছিলেন। তার লাশ পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
আরও পড়ুন: সীতাকুণ্ডে বাস চাপায় অটোরিকশাচালক নিহত
গাইবান্ধায় বাস চাপায় অটোরিকশার চালকসহ নিহত ৪
১১ মাস আগে