জেলা যুবদলের সভাপতি
সিলেট মহানগর বিএনপি ও জেলা যুবদলের সভাপতি গ্রেপ্তার
লিফলেট বিতরণকালে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর বন্দরবাজার থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও জেলা যুবদলের সভাপতি আইনজীবী মুমিনুল ইসলাম মুমিন।
আরও পড়ুন: কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার
পুলিশ বলছে, তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশতকার মামলা রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন।
তিনি জানান, এমদাদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে চারটি ও মুমিনুল ইসলাম মুমিনের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। রবিবার তাদের আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন: কুড়িগ্রামে ১০২ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ৩
১১ মাস আগে