১২তম অবরোধ
১২তম অবরোধ: সারাদেশে ১৪৭ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা সর্বশেষ সড়ক, রেল ও নৌপথ অবরোধের কারণে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ১৪৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বিজিবি প্লাটুনের মধ্যে ১৬টি টিম ঢাকা ও আশপাশের জেলাগুলোতে টহল দিচ্ছে।
আরও পড়ুন: বিএনপি-সমমনা বিরোধী দলের ডাকা দ্বাদশ অবরোধ চলছে
৩১ অক্টোবরের পর থেকে বিরোধী দলগুলোর ডাকা ১২তম অবরোধ এটি। এছাড়া ২০ ডিসেম্বর সরকারের বিরুদ্ধে বিএনপির অসহযোগ আন্দোলন ঘোষণার পর এটিই প্রথম অবরোধ।
আজ সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধ শেষ হবে সন্ধ্যা ৬টায়। উত্তেজনা ও অগ্নিসংযোগের আশঙ্কা সত্ত্বেও ঢাকার রাস্তায় গণপরিবহন ও যাত্রীদের উপস্থিতি স্বাভাবিক ছিল।
আরও পড়ুন: অবরোধ শুরুর আগেই ঢাকায় আবারও পুড়ল ৩টি বাস
১০ মাস আগে