ফরিদপুর-২ আসন
ফরিদপুর-২ আসন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে অর্থদণ্ড
আচরণবিধি লঙ্ঘন করে নির্ধারিত সময়ের বাইরে নির্বাচনী প্রচারণা চালনার অভিযোগে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের এক স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ ডিসেম্বর) সকালে সালথার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সালথা বাজার এলাকায় রবিবার (২৪ ডিসেম্বর) রাত ৯টায় নির্বাচনী প্রচারণা চালিয়ে মাইকিং করায় মো. আক্কাছ মাতুব্বর ও মো. বাদল মাতুব্বর নামের ওই দুই ব্যক্তিকে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
আরও পড়ুন: ফরিদপুর-২ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
সালথা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উল্লেখ্য, নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে- প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থী ও তার সমর্থকরা।
আরও পড়ুন: ফরিদপুর-২ আসনে নৌকার প্রার্থী সাজেদা চৌধুরীর ছেলে লাবু চৌধুরী
১১ মাস আগে