সাকিব জামাল
ফোর্বসের থার্টি আন্ডার থার্টিতে স্থান পাওয়ায় সাকিব জামালকে মার্কিন দূতাবাসের অভিনন্দন
উত্তর আমেরিকার জন্য ফোর্বসের মর্যাদাপূর্ণ থার্টি আন্ডার থার্টি তালিকা ২০২৪-এ জায়গা করে নেওয়ায় বাংলাদেশে জন্মগ্রহণকারী সাকিব জামালকে অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
সোমবার (২৫ ডিসেম্বর) মার্কিন দূতাবাস তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শেয়ার করা এক বার্তায় বলেছে, ‘বাংলাদেশি বংশোদ্ভূত সাকিব জামালকে অনেক অভিনন্দন।’
পোস্টে বলা হয়েছে, বাংলাদেশে স্কুলের শিশুদের শিক্ষামূলক উদ্যোগকে সমর্থন করার জন্য বরাদ্দ দেওয়া অর্থের সঙ্গে তরুণ বিনিয়োগকারীদের লক্ষ্য করে একটি বই সংগ্রহ করার জন্য তার উদ্যোগ অনুপ্রেরণাদায়ক।
২০২০ সালে ক্রসবিম ভেঞ্চারসে যোগ দেন জামাল। এরপর থেকে প্রধান দুটি তহবিল মিলিয়ে এর মোট সম্পদের পরিমাণ ২৮০ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
জামাল ফার্মের ৯টি বিনিয়োগে সংশ্লিষ্ট করেছেন এবং আরও ১৪টি বিনিয়োগের ক্ষেত্রে প্রধান ভূমিকায় রয়েছেন তিনি।
২০২৩ সালের জুন মাসে জামাল ভাইস প্রেসিডেন্ট পদে পদোন্নতি পেয়েছেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের ৪৬তম ক্ষমতাধর নারী: ফোর্বস
সামিটের আজিজ খান সিঙ্গাপুরের ৫০ ধনীর মধ্যে ৪১তম: ফোর্বস
ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি’তে বাংলাদেশের প্রকৌশলী বাশিমা
১১ মাস আগে