কার
মুন্সীগঞ্জে ট্রেনিং কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, প্রশিক্ষণার্থী নিহত
মুন্সীগঞ্জ সদরে ট্রেনিং কার নিয়ন্ত্রণ হারিয় খাদে পড়ে কাওসার আহমেদ (২৫) নামে এক প্রশিক্ষণার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (২৫ ডিসেম্বর) সদর উপজেলার মহাকালী ইউনিয়নের তালেশ্বর গ্রাম সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাওসার মহাকালী ইউনিয়নের কাতলাপাড়া গ্রামের কামাল ঢালীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কাওসার আহমেদ ট্রেনিং কারটি নিয়ে প্রশিক্ষণ নিতে তালেশ্বর বাজারের দিকে যান। এ সময় তার সঙ্গে সামনের সিটে প্রশিক্ষক ও পেছনে আরও দুইজন বসেন। ট্রেনিং কারটি সদরের কাটাখালী এলাকার দিক যাচ্ছিল। পথে তালেশ্বর গ্রামের ব্রিজের কাছাকাছি এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় সেটি। এতে ঘটনাস্থলেই কাওসারের মৃত্যু হয়।
স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাওসারকে মৃত ঘোষণা করেন। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কালাম প্রধান জানান, গুরুতর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই কাওসার নামে একজনের মৃত্যু হয়। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর থানায় আনা হয়েছে। তার আত্নীয়-স্বজনদের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ নিহত ২, আহত ৪
রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত, পরিবারের দাবি হত্যা
১১ মাস আগে