মিনিস্টার ও মার্সেল কোম্পানি
গাইবান্ধায় দুটি শোরুমে অগ্নিকাণ্ডে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা
গাইবান্ধায় অগ্নিকাণ্ডে মিনিস্টার ও মার্সেল কোম্পানির দু’টি শোরুম পুড়েছে। এ ঘটনায় প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সোমবার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে শহরের ডিবি রোডে অবস্থিত দুই শোরুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মিনিস্টার শোরুমের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম বলেন, ‘আমার শোরুমের ৩৬টি ফ্রিজ, ৬০টি টেলিভিশন, ১০০টি রাইচ কুকারসহ অসংখ্য মালামাল পুড়ে গেছে। শোরুমের অবকাঠামোও পুড়েছে। সবমিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জে টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ড
অপরদিকে, মার্সেল শোরুমের স্বত্বাধিকারী আসাদুজ্জামান মন্ডল বলেন, ‘হঠাৎ করেই শোরুমে এক কোণ থেকে আগুন লাগে। নিমিষেই ৩টি ফ্রিজ, ১৬টি টেলিভিশন, ৫০টির বেশি রাইচ কুকার, ১০টি প্রিন্টারসহ অন্যন্য মালামাল পুড়ে যায়। ডেকোরেশনসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নাসিম রেজা মিলু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
তিনি আরও বলেন, ‘বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে শোরুম দু’টিকে রক্ষা করা গেছে। ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
আরও পড়ুন: মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে শোকপ্রকাশ অস্ট্রেলিয়ান হাইকমিশনের
১০ মাস আগে