প্রেসার কুকার বিস্ফোরণ
মাগুরায় প্রেসার কুকার বিস্ফোরণে ৩ জন আহত
মাগুরার শ্রীপুরে প্রেসার কুকার বিস্ফোরণে একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নাজমুল ফকির (৪০), রাশিদা বেগম (৩৫) ও রাফিন (৪)।
পরিবার ও স্থানীয়দের থেকে খোঁজ নিয়ে জানা যায়, বুধবার সকালে রান্নাঘরে রান্নার সময় হঠাৎ প্রেসার কুকারের বিস্ফোরণ ঘটে। এ সময় একই পরিবারের ৩ জন আহত হয়।
আরও পড়ুন: ফরিদপুর-৩: ঈগল প্রতীকের নির্বাচনী অফিসে নৌকার কর্মীদের হামলা, আহত ৫
তাদের উদ্ধার করে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
মাগুরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. মামুন-উর-রশিদ বলেন, আহত ৩ জনই এখন আশঙ্কামুক্ত।
আরও পড়ুন: রংপুরে নৌকা সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ১০ জন সমর্থক আহত
১১ মাস আগে