বাস ও লেগুনা
চকরিয়ায় বাস ও লেগুনার সংঘর্ষে ৪ জন নিহত
কক্সবাজারের চকরিয়ায় হারবাংয়ে লেগুনা ও বাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের হারবাং ইউনিয়নের উত্তর হারবাংয়ের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রোদ্র।
নিহতরা হলেন- চকরিয়া হারবাং উত্তর করমহরী পাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুয়ান, একই ইউনিয়নের সামাজিক পাড়ার রশিদ আহমেদের ছেলে আবু বক্কর, বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন, বত্তাতলীর মোজাফফর আহমদের ছেলে মহিউদ্দিন।
আরও পড়ুন: কক্সবাজারে লবণবোঝাই ট্রাকে ১৮ কেজি ক্রিস্টাল মেথ জব্দ, আটক ২
তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।
এসআই বলেন, কক্সবাজারে হারবাং এলাকায় আনন্দ ভ্রমণে আসা জাকির ট্রাভেলের বাস ও চট্টগ্রামমুখী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে গিয়ে ৪ যাত্রী নিহত হন। আহত হন প্রায় ৮ জন।
তিনি আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও গাড়ি দু’টি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: কক্সবাজারে বিজিবি'র অভিযানে ৭০ হাজার ইয়াবা জব্দ, আটক ১
১০ মাস আগে