সৈয়দ ফয়জুল আমীর লিটু
নড়াইল-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন আ. লীগ নেতা লিটু
দীর্ঘ ২৪ দিন দৌড়ঝাঁপের পর হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফেরত পেলেন নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সৈয়দ ফয়জুল আমীর লিটু।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবির ও বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চ সৈয়দ ফয়জুল আমীর লিটুর মনোনয়ন গ্রহণ এবং প্রতীক বরাদ্দের আদেশ দেন।
গত ৪ ডিসেম্বর নড়াইলের রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন যাচাই-বাছাইকালে এক শতাংশ ভোটারের সইসহ কয়েকটি জটিলতায় লিটুর প্রার্থিতা বাতিল করেন।
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর অপর স্বতন্ত্র প্রার্থী মো. নূর ইসলাম প্রার্থিতা ফিরে পান।
নড়াইল-২ আসন থেকে মোট ৮ জন প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নামেন।
আরও পড়ুন: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নড়াইলে মাশরাফীসহ ৩ প্রার্থীকে জরিমানা
প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি মাশরাফী বিন মোর্ত্তজা, ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান, জাতীয় পার্টির ফায়েকুজ্জামান ফিরোজ, ইসলামী ঐক্যজোটের মাহাবুবুর রহমান, এনপিপির মনিরুল ইসলাম, গণফ্রন্টের মো. লতিফুর রহমান, স্বতন্ত্র মো. নূর ইসলাম ও সৈয়দ ফয়জুল আমীর লিটু।
প্রসঙ্গত, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু ২০১৪ সালে লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
২০২২ সালের ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে পরাজিত হন।
এ বিষয়ে ফয়জুল আমীরের প্রতিক্রিয়া জানতে তাকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী সৈয়দ ফয়জুল আমীর লিটুর প্রার্থিতা ফিরে পাওয়ার কথা স্বীকার করে বলেন, তাকে ট্রাক প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: খুলনা-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আকরাম হোসেনের গুলি করার হুমকি!
রাজশাহীতে নৌকার সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৭ নেতা-কর্মী আহত
১০ মাস আগে