মুরাদপুর
চট্টগ্রামের মুরাদপুরে বস্তিতে আগুন
চট্টগ্রাম মহানগরীর মুরাদপুরের একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পেছনে ওই বস্তিতে আগুন লাগে।
জানা গেছে, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র মোবিলাইজার কপিল উদ্দিন বলেন, ‘বস্তিতে আগুনের খবর পেয়ে আমাদের দুটি স্টেশনের চারটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত পরে জানা হবে।’
আরও পড়ুন: খুলনায় জুট মিলের আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জে বাসে আগুন
ঢাকার পোস্তগোলায় বাসে আগুন
১১ মাস আগে