নাটোর-৪
নাটোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন
নাটোরের বড়াইগ্রামে নাটোর-৪ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ শোভনের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুবৃত্তরা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতের কোনো এক সময় উপজেলার বনপাড়া পৌরসভার হারোয়া এলাকার ওই ক্যাম্পে আগুন ধরিয়ে দেয় দুবৃত্তরা।
এ ঘটনায় ক্যাম্পের সামিয়ানাসহ টেবিল পুড়ে যায়।
বনপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে বিএনএম প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন
নাটোর-১ আসন: নৌকা ও ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন
১১ মাস আগে
নাটোর-৪ আসন: নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের হামলার অভিযোগ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কচুগাড়ি গ্রামে নাটোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ শোভনের কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (৩০) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ৭টি মোটরসাইকেল। হামলার জন্য নৌকার সমর্থকদের দায়ী করা হয়েছে। আহতদের উদ্ধার করে বরাইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী শোভনের ব্যক্তিগত সহকারী ইব্রাহীম হোসেন বলেন, ‘বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের সাবক চেয়ারম্যান মোজাম্মেল হকের নেতৃত্বে ওই এলাকায় একটি ইসলামী জলসায় গণসংযোগ শেষে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে তারা বাড়ি ফিরছিলেন। পথে কচুগাড়ি এলাকায় নৌকার শ্লোগান দিয়ে হাতুড়ি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে আচমকা তাদের ওপর হামলা চালানো হয়।’
ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে বলে জানান বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব।
আরও পড়ুন: নাটোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর
রাজশাহী-১ আসনে কাঁচি প্রতীককে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ঈগল প্রতীকের প্রার্থী
১১ মাস আগে