ভাইয়ের গলা কাটা লাশ উদ্ধার
মাগুরায় দুই ভাইয়ের গলা কাটা লাশ উদ্ধার
মাগুরার মহম্মদপুর উপজেলায় দুই ভাইয়ের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- উপজেলার পানিঘাটা গ্রামের মঞ্জুর আলীর ছেলে সবুর আলী (৩০) ও তার ছোট ভাই হৃদয় আলী।
বিষয়টি নিশ্চিত করে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান আলী জানান, গ্রামের একটি জমির মালিকানা নিয়ে নিহতের পরিবার ও প্রতিবেশির মধ্যে বিরোধ চলছিল।
পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, শনিবার রাত ৮টার দিকে কেউ তাদের বাড়িতে গিয়ে দুই ভাইকে বের হতে বলে। এরপর তারা বাড়ি ফেরেননি।
আরও পড়ুন: মাগুরায় প্রেসার কুকার বিস্ফোরণে ৩ জন আহত
ওসি বলেন, পরে স্থানীয়রা তাদের বাড়ি থেকে অল্প দূরে একটি ফসলের খেতে দুই ভাইয়ের লাশ দেখতে পান। ধারালো অস্ত্র দিয়ে তাদের গলা কাটা হয়েছে।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে পুলিশের এই কর্মকর্তা জানান।
তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা না গেলেও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
আরও পড়ুন: মাগুরায় ট্রাকচাপায় ভ্যানচালকসহ নিহত ২
১১ মাস আগে