পল্লীকবি জসীমউদদীন
আজ পল্লীকবি জসীম উদদীনের ১২১তম জন্মবার্ষিকী
ফরিদপুরে নানান আয়োজনের মধ্যে দিয়ে পল্লীকবি জসীম উদদীনের ১২১তম জন্মবার্ষিকী পালন করছে ‘জসীম ফাউন্ডেশন’।
সোমবার (১ জানুয়ারি) সকাল ৮টায় ফরিদপুর শহরের গোবিন্দপুর গ্রামে কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে কবির বাড়ির প্রাঙ্গণে আলোচনা সভা, কবির কবিতা থেকে পাঠের আয়োজন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯০৩ সালে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন জসীম উদদীন। কবর, নিমন্ত্রণসহ অনেক স্মরণীয় কবিতা; সোজন বাদিয়ার ঘাট, নকশি কাঁথাসহ অনেক কালজয়ী কাব্যগ্রন্থের জন্ম দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তিনি।
১১ মাস আগে