‘আর্টস ক্লাব
সব মাধ্যমের শিল্পীদের নতুন প্লাটফর্ম ‘আর্টস ক্লাব বাংলাদেশ’
বাংলাদেশে শিল্পের বিভিন্ন মাধ্যমে কাজ করা শিল্পীদের নিয়ে গঠিত হয়েছে ‘আর্টস ক্লাব বাংলাদেশ’। তাদের শিল্পচর্চা ও আনন্দের জন্য একটি উন্মুক্ত প্লাটফর্ম তৈরি করার লক্ষ্য নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে ক্লাবটি।
সদ্য বিদায়ী বছরে ‘আর্টস ক্লাব বাংলাদেশ’র কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। নব নির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিল্পী ও কবি তোফায়েল আহমেদ পদ্ম এবং সাধারণ সম্পাদক শিল্পী পার্থ প্রতীম কুন্ডু।
আর্টস ক্লাব সম্পর্কে পার্থ বলেন, আর্টস ক্লাব বাংলাদেশ এমন একটি জায়গা হয়ে উঠতে চায় যেখানে তারা স্বতঃস্ফুর্তভাবে শিল্প চর্চা করবেন, আড্ডা দেবেন, নিজেদের শিল্পকে প্রোমোট করবেন ও আর্টস রিলেটেড বিভিন্ন ব্র্যান্ড প্রতিষ্ঠা করে নিজেদের অর্থনৈতিক ভিত্তি মজবুত করবেন।
আর্টস ক্লাব তার সদস্যদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের কর্মসূচি হাতে নিয়েছে। এরই মধ্যে আর্টস ক্লাব তার সদস্য পেইন্টারদের ছবি আঁকার জন্য একটি স্টুডিও নির্মাণ করেছে, যেখানে পেইন্টাররা যেকোনো সময় এসে ছবি আঁকতে পারবেন।
এছাড়াও চালু হয়েছে ‘আর্টস ক্লাব ক্রিয়েটিভ স্কুল’। এখানে আর্টস ক্লাবের সদস্যদের সন্তানদের মেধা বিকাশে কাজ করবে।আর্টস ক্লাবের নতুন উদ্যোগগুলো প্রসঙ্গে পার্থ আরও বলেন, ‘সামনে আরও কিছু ওয়ার্কশপ, গ্রুপ এক্সিবিশন, ট্যুর ও ইভেন্টের পরিকল্পনা চলছে। তা ছাড়া আমরা খুব শিগগিরই আর্টস ক্লাব গ্রোসারি চালু করতে যাচ্ছি। সেখান থেকে আর্টস ক্লাবের সদস্যদের খাঁটি ও সতেজ খাবার স্বল্পমূল্যে সরবারহ করা হবে। সামনে আমরা আনন্দ নিয়ে একসঙ্গে আরও অনেক কিছু করতে চাই। বাংলাদেশের সব ধরনের শিল্পমাধ্যমে কাজ করা আর্টিস্টদের জন্য একটি সুখী সমাজ নির্মাণ করতে চাই। যেখানে সুখে দুঃখে সবাই সবার পাশে দাঁড়াবে, শিল্পচর্চা ও শিল্পের বিকাশে সবাই এক হয়ে কাজ করবে।’
নতুন বছরে দেশের সব মাধ্যমের শিল্পীদের সৃষ্টিকে সবার সামনে তুলে ধরতে ও আলোচনা-সমালোচনা ও মিথস্ক্রিয়ার ক্ষেত্র প্রস্তুত করতে আর্ট ক্লাবের একটি ওয়েব পোর্টাল চালু করা হচ্ছে।
আর্টস ক্লাবের সঙ্গে যেকোনোভাবে যুক্ত হতে চাইলে বা সদস্য হতে চাইলে যোগাযোগ করতে হবে এই মেইল অ্যাড্রেসে- [email protected]।
আর্টস ক্লাব বাংলাদেশের ফেসবুক পেইজ: https://www.facebook.com/artsclubbd
১১ মাস আগে