সিদ্দিকুর
ফরিদপুর চেম্বারের সাবেক সভাপতি সিদ্দিকুর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জনের দায়ে ফরিদপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী মুসরীন আক্তারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১ জানুয়ারি) দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রেজাউল করিম বাদী হয়ে এ মামলা দুটি দায়ের করেন।
অভিযোগে বলা হয়, সিদ্দিকুর রহমানের আয়ের সঙ্গে ১১ কোটি ৫৪ লাখ ২৭ হাজার ১৯৫ টাকার সম্পদ অসঙ্গতিপূর্ণ এবং তার স্ত্রী মুসরীন আক্তারের আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ রয়েছে ২ কোটি ৩৫ লাখ ৪১ হাজার ১ টাকার সম্পদ।
আরও পড়ুন: স্বাস্থ্য খাতের সিন্ডিকেট প্রধান মিঠুর ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়েছে দুদক
এতে আরও বলা হয়, ফরিদপুর চেম্বার অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান দুর্নীতির মাধ্যমে অবৈধ উৎস থেকে ১১ কোটি ৫৪ লাখ ২৭ হাজার ১৯৫ টাকা মূল্যের সম্পদ অর্জন করেছেন। এটি তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এর মাধ্যমে তিনি দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এজাহারে বলা হয়, মুসরীন আক্তার একজন গৃহিনী। তার নিজস্ব কোনো ব্যবসা বা আয়ের উৎস পাওয়া যায়নি। তার স্বামীর অবৈধভাবে অর্জিত সম্পদই তার নামে অর্জন দেখানো হয়েছে।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের র্নিদেশে তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করা হয়।
আরও পড়ুন: চসিক কার্যালয়ে দুদকের অভিযান
১১ মাস আগে