ঈগল
নাটোর-১ আসন: নৌকা ও ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন
নাটোরের লালপুর উপজেলার গৌরীপুরে নাটোর-১ আসনের নৌকা ও স্বতন্ত্র ঈগল প্রতীকের দু’টি নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুবৃত্তরা।
সোমবার দিবাগত ভোররাতে ঘটনাটি ঘটে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, ভোররাতে কে বা কারা গৌরীপুর মোড় এলাকায় অবস্থিত নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুল ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের অস্থায়ী নির্বাচনী ক্যাম্পে আগুন ধড়িয়ে দেয়ে।
এত ক্যাম্প দু’টি ক্ষতিগ্রস্থ হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গা-১ আসন: সরে দাঁড়ালেন জাপা প্রার্থী
রাজশাহী-৪ আসন: নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর ৪ নারী কর্মীর হামলার অভিযোগ
১১ মাস আগে