নির্বাচনবিরোধী লিফলেট
চট্টগ্রামে নির্বাচনবিরোধী লিফলেট বিতরণকালে বিএনপির ১০ নেতা-কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাইয়ে ‘ডামি নির্বাচন’ বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীসহ ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় উপজেলা বিএনপি আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী এই লিফলেট বিতরণে অংশ নেন। পরে তারা চট্টগ্রাম শহরে যাওয়ার জন্য গাড়িতে উঠার জন্য অপেক্ষা করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে ছিনতাইয়ের শিকার বিদেশি ফটোগ্রাফার
গ্রেপ্তার অন্যরা হলেন- মঘাদিয়া ইউনিয়ন বিএনপি সদস্য সচিব আলাউদ্দিন, মঘাদিয়া যুবদলের সদস্য সচিব মমিনুল ইসলাম, বিএনপি নেতা অলি আহম্মেদ, যুবদল নেতা দিনাজ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জাহেদ, মাঈন উদ্দিন টিপু, ১৫ নম্বর ওয়াহেদ ইউনিয়নের ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শরীফ মাহমুদ, উপজেলা ছাত্রদল নেতা ইকবাল হোসেন, সাহেদ খান ও রিয়াজ মাহমুদ।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্বাচন প্রতিহতের লক্ষ্যে রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় তাদের গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় ২ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ মাস আগে