নজিবুল বশর ভাণ্ডারী
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নজিবুল বশর ভাণ্ডারী
চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও বর্তমান এমপি নজীবুল বশর মাইজভাণ্ডারী নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ফটিকছড়ি মাইজভান্ডার শরীফের রহমান মঞ্জিলে আয়োজিত সংবাদ সম্মেলনে নৌকাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নজীবুল বশর।
আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে তিনি ফুল প্রতীক নিয়ে তরিকত ফেডারেশন থেকে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।
তিনি বলেন, আমি চারবারের মধ্যে ৩ বার নৌকা প্রতীক এমপি নির্বাচিত হয়েছি। প্রধানমন্ত্রী আমাকে বার বার সন্মানিত করেছেন। যেহেতু ১৪ দলীয় জোট নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ফটিকছড়িতে নৌকার প্রতীকের সমর্থন পূর্ণব্যক্ত করেছেন সেহেতু উনার প্রতি সন্মান জানানো আমার নৈতিক দায়িত্ব। তাই এখন ফটিকছড়িতে নৌকার বিরুদ্ধে নির্বাচন করা সমীচীন মনে করছি না।
আরও পড়ুন: চট্টগ্রামে নির্বাচনবিরোধী লিফলেট বিতরণকালে বিএনপির ১০ নেতা-কর্মী গ্রেপ্তার
তিনি আরও বলেন, আমি যদি নির্বাচনের মাঝে থাকি ভোটের যে সমীকরণ হবে সেখানে আমার প্রাপ্ত ভোটের কারণে নৌকার বিজয় বাধার কারণ হতে পারে আমি মনে করি।
‘তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ১৪ দলীয় জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সন্মান জানিয়ে ও ফটিকছড়ির সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার নিমিত্তে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদের প্রার্থী থেকে নিজেকে সরিয়ে নিলাম। আমি ফটিকছড়িবাসীর সঙ্গে সবসময় পাশে ছিলাম এবং থাকব।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পর তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নে উত্তর দেবেন না বলে জানান।
আরও পড়ুন: চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় ২ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১০ মাস আগে