চাঁপাইনবাবগঞ্জ-১
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা।
বৃহস্পতিবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিকারপুর এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের নির্বাচনী ক্যাম্পের এ ঘটনা ঘটে। এতে ক্যাম্পটির বেষ্টনীর একাংশ পুড়ে যায়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, দুর্বৃত্তদের আগুনে নির্বাচনী ক্যাম্পের সমিয়ানার বেষ্টনীর একাংশ পুড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
আরও পড়ুন: ফেনীর সোনাগাজীতে ভোটকেন্দ্রে আগুন
নাটোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন
১১ মাস আগে