৩ আসন
খুলনা ৩ আসনে নির্বাচনি ক্যাম্পের পাহারাদারের গায়ে আগুন
খুলনা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনি প্রচার ক্যাম্পের পাহারাদার হাসান ফারাজীর গায়ে কেরোসিন দিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে যোগীপোল এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হাসান ফারাজী যোগীপোল এলাকার সোহরাব ফারাজীর ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামের মুরাদপুরে বস্তিতে আগুন
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মমতাজুল হক জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে যোগীপোল এলাকায় খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনি ক্যাম্পের পাহারাদার হাসান ফারাজীর গায়ে দুই থেকে তিনজন দুর্বৃত্ত কেরোসিন ছুড়ে মারে। এরপর তারা আগুন ধরিয়ে দেয়। আগুনে হাসান ফারাজীর ঘাড়ের দুই পাশে কিছু অংশ পুড়ে যায়।
ওসি আরও জানান, তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: রাজশাহীতে ৪ ভোটকেন্দ্রে আগুন, হাতবোমা উদ্ধার
আওয়ামী লীগ প্রার্থী এস এম কামাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে বিএনপি-জামায়াতের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, গতরাতে খানজাহান আলী থানার যোগীপোল ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনি ক্যাম্পে পাহারা দেওয়ার জন্য যাচ্ছিলেন ফারাজী। তখন ৩/৪ জন যুবক তার জ্যাকেটে আগুন ধরিয়ে দেয়। এতে তার জ্যাকেটটি আংশিক পুড়ে যায় আর তিনি কিছুটা দগ্ধ হয়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত।
তিনি বলেন, আমরা এরই মধ্যে নাশকতাকারীদের নাম পেয়েছি। যারা ভোট বর্জন করেছে, তারাই এই নাশকতার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা হবে এবং খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন
১১ মাস আগে