গায়ে আগুন
তালাক দেওয়ায় সাবেক স্ত্রীর গায়ে আগুন দিয়ে নিজেও পুড়ে মরল যুবক
নরসিংদী রায়পুরায় তালাক দেওয়ার কারণে প্রাক্তন স্ত্রী লতা আক্তারের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে দুজনেই দগ্ধ হন। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় সাবেক স্বামী খলিলুর রহমান হাসপাতালে মারা যান।
এ ঘটনায় লতা আক্তারকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রায়পুরা উপজেলার মরজাল ব্রাহ্মণের টেক এলাকায় এ ঘটনা ঘটে।
লতা আক্তার নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল এলাকার মফিজুর রহমানের মেয়ে। তিনি একজন চিকিৎসক।
আরও পড়ুন: চাঁদপুরে ঘুমন্ত মা-মেয়ের উপর এসিড নিক্ষেপ, আটক ১
লতার সাবেক স্বামী খলিলুর রহমান গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বেলাশী গ্রামের আতর আলী বেপারীর ছেলে। তিনি একজন গাড়িচালক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুই বছর আগে নিজের পছন্দে খলিলুর রহমানকে বিয়ে করেন লতা। বিয়ের বেশ কিছুদিন পর লতা জানতে পারেন খলিলুর রহমান একজন গাড়িচালক। বিষয়টি লতা স্বাভাবিকভাবে নিতে পারেননি। মিথ্যা পরিচয়ে প্রতারণা করে বিয়ে করার অভিযোগে দুই মাস আগে তার স্বামীকে তালাক দেন তিনি।
এ ঘটনায় স্বামী খলিলুর রহমান ক্ষিপ্ত হয়ে রবিবার দুপুরের দিকে লতার বাড়িতে আসেন। পরে লতার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। এসময় দুইজনেই গুরুতর অগ্নিদগ্ধ হন। পরে এলাকাবাসী লতাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
এদিকে স্থানীয়রা খলিলুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
নরসিংদী জেলা হাসপাতালের ডা. এএনএম মিজানুর রহমান জানান, লতা আক্তার নামে একজনকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলেও তার শরীরের অধিকাংশই পুড়ে গেছে। তাকে তাৎক্ষণিকভাবে ঢাকার শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: জাল কাগজপত্র তৈরি চক্রের ২৩ সদস্য গ্রেপ্তার
লতার খালু ফরহাদ হোসেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলামের বরাত দিয়ে জানান, লতার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাফায়েত হোসেন পলাশ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ দুপুরে খলিলুরের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: বরিশালে বাসচাপায় ভিক্ষুক নিহত
৮ মাস আগে
খুলনা ৩ আসনে নির্বাচনি ক্যাম্পের পাহারাদারের গায়ে আগুন
খুলনা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনি প্রচার ক্যাম্পের পাহারাদার হাসান ফারাজীর গায়ে কেরোসিন দিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে যোগীপোল এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হাসান ফারাজী যোগীপোল এলাকার সোহরাব ফারাজীর ছেলে।
আরও পড়ুন: চট্টগ্রামের মুরাদপুরে বস্তিতে আগুন
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মমতাজুল হক জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে যোগীপোল এলাকায় খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনি ক্যাম্পের পাহারাদার হাসান ফারাজীর গায়ে দুই থেকে তিনজন দুর্বৃত্ত কেরোসিন ছুড়ে মারে। এরপর তারা আগুন ধরিয়ে দেয়। আগুনে হাসান ফারাজীর ঘাড়ের দুই পাশে কিছু অংশ পুড়ে যায়।
ওসি আরও জানান, তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: রাজশাহীতে ৪ ভোটকেন্দ্রে আগুন, হাতবোমা উদ্ধার
আওয়ামী লীগ প্রার্থী এস এম কামাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে বিএনপি-জামায়াতের দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, গতরাতে খানজাহান আলী থানার যোগীপোল ৭ নম্বর ওয়ার্ডে নির্বাচনি ক্যাম্পে পাহারা দেওয়ার জন্য যাচ্ছিলেন ফারাজী। তখন ৩/৪ জন যুবক তার জ্যাকেটে আগুন ধরিয়ে দেয়। এতে তার জ্যাকেটটি আংশিক পুড়ে যায় আর তিনি কিছুটা দগ্ধ হয়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত।
তিনি বলেন, আমরা এরই মধ্যে নাশকতাকারীদের নাম পেয়েছি। যারা ভোট বর্জন করেছে, তারাই এই নাশকতার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা হবে এবং খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে আগুন
১০ মাস আগে