৩ হাজার পুলিশ
খুলনায় ভোটের আগে-পরে নগরীর নিরাপত্তায় ৩ হাজার পুলিশ
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক বলেছেন, নির্বাচনের আগে ও পরে মহানগরীতে দায়িত্ব পালন করবে ৩ হাজার পুলিশ সদস্য।
তিনি বলেন, নির্বাচনের আগে তথাকথিত হরতাল-অবরোধেও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং এখনো স্বাভাবিক থাকবে।
আরও পড়ুন: ভোলায় পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, ল্যাব এইড ক্লিনিক ভাঙচুর
শুক্রবার দুপুর ১২টায় খুলনা থানা কম্পাউন্ডে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক বিষয়ে সাংবাদিকদের জানাতে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
তিনি বলেন, যদি ভোট দানে কেউ বাধা, প্রতিবন্ধকতা অথবা নাশকতা সৃষ্টি করতে চায়, সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
আরও পড়ুন: নাটোরে লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে পুলিশ-আ. লীগের সংঘর্ষে ৭ জন আহত
তিনি আরও বলেন, খুলনা মহানগরীতে সর্বমোট ৩১০টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে এবং নির্বাচন আরও সুষ্ঠু, সুন্দর ও উৎসব মুখর পরিবেশে করার জন্য নির্বাচন কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক সশস্ত্র পুলিশ, আনসারের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ সেনাবাহিনী, বিজিবি ও র্যাব মোতায়েন থাকবে। অন্য সব সংস্থার সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে মেট্রোপলিটন এলাকায় উৎসব মুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ৬৩৬ পুলিশ সদস্যের বদলি অনুমোদন
১০ মাস আগে