বাসে টাইম বোমা
নারায়ণগঞ্জে বাসে টাইম বোমার মতো বস্তু উদ্ধার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মৌচাক এলাকায় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস থেকে টাইম বোমার মতো একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বাসটির সুপারভাইজার মো. হাসান জানান, ঢাকার গাবতলী এলাকা থেকে একজন যাত্রী বাসে ওঠেন এবং কেউ কেউ সায়েদাবাদে ওঠেন।
বাসটি যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে পৌঁছালে রাত সাড়ে ১০টার দিকে বাস থেকে এক যাত্রীকে নিখোঁজ অবস্থায় দেখতে পান এবং যাত্রীর ব্যাগ থেকে টাইম বোমার মতো বস্তু উদ্ধার করা হয়।
তারা জরুরি নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা বলেন, বোমায় একটি টাইমার লাগানো হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপের কারণে যাত্রীরা নিরাপদে রয়েছেন।
১১ মাস আগে