ভোটকেন্দ্রে আগুন
গাজীপুরের কালিয়াকৈরে ভোটকেন্দ্রে আগুন
গাজীপুরের কালিয়াকৈরের বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই স্কুলের অফিস কক্ষের আসবাবপত্র পুড়ে গেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) রাতে বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে অগ্নিসংযোগ করা হয়।
রবিবারের (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্কুলটি ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করার কথা রয়েছে।
আরও পড়ুন: রামুর বৌদ্ধ বিহারে আগুন
জানা গেছে, রাতে স্কুলের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে অফিস কক্ষের আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিস ও আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী জানান, এই ঘটনায় ওই স্কুলের অফিস কক্ষের মালামাল পুড়ে যায়।
আরও পড়ুন: হবিগঞ্জ-৪ আসনে ভোটকেন্দ্রে আগুন
১১ মাস আগে